চা শ্রমিকদের মজুরি ১৭০ টাকা নির্ধারণ করলেন প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫২:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
চা শ্রমিকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাগান মালিকদের বৈঠক শেষ হয়েছে। বিকেল ৪টার দিকে গণভবনে এ বৈঠক শুরু হয়।
মালিকপক্ষের ১৩ সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন টি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহ আলম। দৈনিক মজুরি ৩০০ টাকার দাবিতে কর্মবিরতিসহ নানা কর্মসূচিতে টানা ১৯ দিন ধরে আন্দোলন করছেন চা শ্রমিকরা। বারবার ত্রিপক্ষীয় বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। তবে, প্রধানমন্ত্রীর সঙ্গে চা বাগান মালিকদের বৈঠকে বিষয়টির সুরাহা হবে বলে আশা করছেন আন্দোলনকারীরা। দ্রব্যমূল্যের সঙ্গে সংগতি রেখে দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে দেশের ২৪১ চা বাগানে লাগাতার কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। গত ৯ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন তারা।

























