চাল নিয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগে খাদ্যগুদামের কর্মকর্তাসহ দু’জনকে আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯
- / ১৬১৬ বার পড়া হয়েছে
কক্সবাজারে চাল নিয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগে সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ দু’জনকে আটক করেছে রেব। এসময় একটি গুদাম সিলগালা করে দেয়া হয়েছে।
দুপুরে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রেবের একটি দল সদর খাদ্য গুদামে অভিযানে চালিয়ে দু’জনকে আটক করে। আটককৃতরা হলো- কক্সবাজার সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সালা উদ্দিন, গুদাম পাহারাদার রিদুয়ান আলী। অভিযান টের পেয়ে পালিয়ে যায় আরেক খাদ্য কর্মকর্তা কামরুল হাসান। গুদামে ৫০ কেজির চালের বস্তা থেকে ২০ কেজি চাল সরিয়ে ৩০ কেজির বস্তা করা হয়।