চালের দর আরো সহনশীল হবে: খাদ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৬১৫ বার পড়া হয়েছে
খাদ্যবান্ধব, ওএমএস ও টিসিবির প্রভাবে প্রতি কেজিতে ৫-৬ টাকা কমেছে চালের দর তবে আরো সহনশীল হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
সকালে নওগাঁর পোরশা উপজেলার সড়াইগাছী মোড়ে ওমমএস’এর চাল বিতরণ কেন্দ্র পরিদর্শনের সময় তিনি একথা বলেন। এসময় খাদ্যমন্ত্রী আরো বলেন, সারাদেশে নিরবচ্ছিন্ন, সুষ্ঠুভাবে খাদ্যবান্ধব ও এমএস বিতরণ হচ্ছে। এসব কর্মসূচীতে পিছিয়ে পড়া জনগোষ্ঠি, দরিদ্র- নিম্ন আয়ের পরিবার ও তৃতীয় লিঙ্গের মানুষ অগ্রাধিকার পাচ্ছেন। এতে কোন অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।এসময় স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।



























