চালু হওয়ার ৪দিন পর আবারো শেরপুর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩২:০৪ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
- / ১৬০২ বার পড়া হয়েছে
চালু হওয়ার ৪দিন পর আবারো শেরপুর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ময়মনসিংহে শেরপুরের বাস আটকে দেয়ায় এই ধর্মঘট সকাল থেকে চলছে।
সকাল থেকে দূরপাল্লার সকল বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। জানা গেছে, শহরের নবীনগর অস্থায়ী বাস টার্মিনাল থেকে ঢাকা-শেরপুর রুটে আধুনিক সেবার মান নিয়ে ড্রীমল্যান্ড সার্ভিসটি আজ থেকে নতুনভাবে চালু করে। শেরপুর থেকে ঢাকা যাবার পথে ময়মনসিংহে ওই সার্ভিসের বাসগুলোকে আটকে দেয়া হয়। এর প্রতিবাদে ওই জেলা থেকে ঢাকাগামী সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক ও শ্রমিকরা।





















