চালু থাকবে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম

- আপডেট সময় : ১০:২০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা দূর হয়েছে। জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলো আগামী বছরের জন্য ১২টি শান্তিরক্ষা মিশন চালু রাখতে প্রয়োজনীয় বাজেটের ক্ষেত্রে সম্মতি দিয়েছে।
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম চালু রাখতে প্রয়োজন ছিল ৬০০ কোটি মার্কিন ডলার। বিশ্বজুড়ে শান্তিরক্ষা মিশন পরিচালনার বাজেট প্রতিবছরের ১ জুলাই নির্ধারিত হয়ে থাকে। কিন্তু গত সোমবার পর্যন্ত প্রস্তাবিত বাজেটে একমত হতে পারেনি জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্র। এতে শঙ্কায় পড়েছিল শান্তিরক্ষা কার্যক্রম। কূটনীতিকেরা বলছেন, শান্তিরক্ষা মিশন বন্ধ হওয়ার বিষয়টি কোনোমতে এড়ানো গেছে। জাতিসংঘের সাধারণ পরিষদের বাজেট কমিটি মঙ্গলবার শান্তিরক্ষা বাজেটে সম্মতি জানায়। এতে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত শান্তিরক্ষা মিশন চালু থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে। জাতিসংঘের কর্মকর্তারা গত সোমবার বলেছিলেন, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে চালু থাকা অধিকাংশ শান্তিরক্ষা মিশনকে বিকল্প পরিকল্পনা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। ৩০ জুনের মধ্যে বাজেট পাস না হলে অধিকাংশ কার্যক্রম সীমিত করে ফেলতে হতো।