চার বছরেও শেষ হয়নি মেহেরপুর নার্সিং কলেজের নির্মাণ কাজ

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:১০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৮০১ বার পড়া হয়েছে
দীর্ঘ সাড়ে চার বছরেও নির্মাণ কাজ শেষ হয়নি মেহেরপুর নার্সিং কলেজের। ঠিকাদারের অবহেলা আর কাজের ধীরগতিকে দুষছেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন কলেজটি চালু হলে বাড়বে স্বাস্থ্য সেবার মান। তাই দ্রুত কাজ সমাপ্তের দাবি স্থানীয়দের।
মেহেরপুরে নার্সিং কলেজ নির্মনের কাজ ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হলেও এখনও ধীরগতিতে চলছে। কাজের ধীরগতির জন্য ঠিকাদারের অবহেলাকেই দুষছেন এলাকাবাসী। দ্রুত নির্মাণ কাজ শেষ করে নার্সিং কলেজটি চালুর দাবি তাদের। আর নার্সিং কলেজটি চালু হলে সরকারি ও বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো পাবে দক্ষ নার্স।
ঠিকাদার প্রতিষ্ঠান ৮০ শতাংশ কাজ সম্পন্ন হওয়ার দাবি করলেও এখনো চলছে ঢালাই এর কাজ। শেষ না হলে আবারও কাজের সময় বাড়ানোর আবেদন করা হবে বলে জানাচ্ছে তারা।