চারদিনের ব্যবধানে আরো ২ বাংলাদেশিকে হত্যা করল বিএসএফ

- আপডেট সময় : ১০:১৪:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
- / ২২৭০ বার পড়া হয়েছে
লালমনিরহাট সীমান্তে চার দিনের ব্যবধানে আরো দুই বাংলাদেশীকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। যদিও সীমান্তে হত্যা বন্ধে অস্ত্রনীতি পরিবর্তনের কথা জানিয়েছিল বিএসএফ।
গত ৯ মার্চ ঢাকায় অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শেষে বিএসএফ মহাপরিচালক নীতিন আগারওয়াল জানান, যৌথ টহলের মাধ্যমে সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে। তবে সেই সম্মেলনের ২১ দিনের মাথায় লালমনিরহাট সীমান্তে মাত্র চার দিনের ব্যবধানে আরো দুই বাংলাদেশীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। গত ২৬ মার্চ আদিতমারি সীমান্তে লিটন মিয়া নামের এক রাখালকে গুলি করে হত্যার পর মরদেহ ভারতে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। পরে পতাকা বৈঠকের মাধ্যমে লিটনেন মরদেহ হস্তান্তর করে বিএসএফ। এ ঘটনার চারদিনের মাথায় কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে মুরুলি চন্দ্র নামে আরেক গরু ব্যবসায়ী নিহত হন। এসময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন আরো দুই বাংলাদেশি নাগরিক।