চাপে থেকেই চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষ করলো বাংলাদেশ

- আপডেট সময় : ০৯:৫৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
চাপে থেকেই চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষ করলো বাংলাদেশ। ব্যাটে আলো ছড়িয়ে দিনটা নিজেদের করে নিলো পাকিস্তান। প্রথম ইনিংসে স্বাগতিকদের করা ৩৩০ রানের জবাবে বিনা উইকেটে ১৪৫ রান করেছে বাবর আজমের দল। ৯২ রানে অপরাজিত আবিদ আলী। ৫২ রানে সঙ্গী আব্দুল্লাহ শফিক। এর আগে হাসান আলীর বোলিং তোপে প্রথম ইনিংসে ৩৩০ রানে অলআউট হয় বাংলাদেশ। দ্বিতীয় দিন ৭৭ রান যোগ করতেই ৬ উইকেট হারায় স্বাগতিকরা। ১১৪ রানে আউট হন লিটন। ৯ রানের আক্ষেপ নিয়ে মুশফিক ফিরেছেন ৯১ রানে। পাঁচ উইকেট নেন হাসান আলী।
প্রথম দিনের প্রাপ্তি, দ্বিতীয় দিনের আক্ষেপ। যাদের ব্যাটে চট্টগ্রাম টেস্টে আশার পালে হাওয়া দিয়েছিলো, সেই লিটন-মুশফিকের ব্যাটেই বিষাদের সুর। দ্বিতীয় দিনের শুরুতে ১১৪ রানে লিটনের বিদায়ে হাফ ছেড়ে বাঁচে পাকিস্তান।
পাঁচ দিনের ক্রিকেটে প্রতিদিনের শুরুটা অন্তত কঠিন তা বুঝা গেছে অভিষিক্ত ইয়াসির আলীর বিদায়ে। দুজনকেই ফিরিয়েছেন হাসান আলী।
মুশফিকের বিদায়টা আরও কঠিন, আক্ষেপেরও বটে। সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরে ছিলেন মিস্টার ডিপেন্ডেবল। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি।
বনেদি ফরম্যাটের সৌন্দর্য ফুটিয়ে তুলেছিলেন মেহেদী মিরাজ। যা মলিন হয়েছে তাইজুল, রাহী, ইবাদতদের আশা যাওয়ার মিছিলে। শেষ পর্যন্ত ৩৩০ রানে অলআউট বাংলাদেশ, ৩৮ রানে অপরাজিত মিরাজ। এদিন ৭৭ রান তুলতে ৬ উইকেট হারায় স্বাগতিকরা। সাগরিকা গতির ঝড় তোলা হাসান আলীর শিকার ৫ উইকেট।
হাসান আলী-শাহীন আফ্রিদিরা সাগরিকায় মুগ্ধতা ছড়ালেও খোলস বন্দি ছিলেন রাহী-ইবাদতরা। স্বাগতিক বোলারদের পরীক্ষা নিয়েছেন পাকিস্তানের উদ্বোধনী জুটি।
পুরো দুই সেশন সফরকারীদের পা হরকাতে দেননি আবিদ আলী আর আব্দুল্লাহ শফিক। ১৪৫ রানের উদ্বোধনী জুটিতে মুগ্ধতা ছড়িয়েছেন সাগরিকায়। দিন শেষে ৯২ রানে অপরাজিত আবিদ আলী। আব্দুল্লাহ শফিকের অবদান ৫২।
তবে দিনটা এমন নাও হতে পারতো পাকিস্তানের। যদি না আব্দুল্লাহ শফিককে ফেরানোর সুযোগটা হেলায় না হারাতো বাংলাদেশ। তাইজুলের তৃতীয় ওভারে এলবিডব্লিউ হয়েছিলেন শফিক। কিন্তু রিভিউ নেননি মমিনুল হক।