চানখারপুল হত্যাকাণ্ডে সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ড
- আপডেট সময় : ০৪:৫২:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / ৩১৫৪ বার পড়া হয়েছে
২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনার সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুলের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
এ ছাড়াও পুলিশ কর্মকর্তা ইমরুলের ৬ বছর, শাহবাগ থানায় ওসি আরশাদ হোসেনের ৪ বছর, কনস্টেবল সুজন হোসেন, নাসিরুল ইসলাম ও ইমাজ হোসেনকে ৩ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার এই রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ সোমবার এই রায় দেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার রায় পড়ে শোনান। রায়ে মৃতুদণ্ডপ্রাপ্ত তিন আসামির সম্পদ জব্দের আদেশও দেওয়া হয়েছে। রায়ে আদালত জানান, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ওয়ারলেস বার্তায় মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন এবং তা প্রমাণিত হয়েছে। চানখারপুল এলাকায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনার সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুলের দায়িত্ব ছিল হত্যাকাণ্ড বন্ধ করার কিন্তু তারা তা করেননি।
























