চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
- / ১৬৩০ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।সকালে উপজেলার ধাইনগর-নাককাটিতলা এলাকায় এ ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, স্কুল থেকে বাড়ি ফেরার পথে শাকিল ও মারিয়া মহানন্দা নদীতে গোসল করতে নামে। এ সময় অসাবধানবশত তারা নদীর গভীরে চলে গেলে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা সদীতে নেমে দু’জনের মরদেহ উদ্ধার করে। ওসি জানান, কোনো অভিযোগ না থাকায় দুই শিশুর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।