চাঁপাইনবাবগঞ্জে রিক্সা ভ্যান ছিনতাই ও চালককে হত্যার ঘটনায় গ্রেফতার ৩

- আপডেট সময় : ০৭:১২:২৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শিহাব নামে এক ভ্যান চালককে হত্যা ও রিক্সা ভ্যান ছিনতাই ঘটনায় মরদেহ ও ভ্যান উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
৩১ আগস্ট সোমবার রাতে পূর্ব পরিচয়ের সূত্র ধরে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দলখৈর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে ভ্যান চালক শিহাবকে ডেকে পার্শ্ববর্তী আখ খেতে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ফেলে ভ্যান নিয়ে পালিয়ে যায় হত্যাকারীরা। এ ঘটনার পর শিহাবের পরিবার পহেলা সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় গোমস্তাপুর থানায় নিখোঁজ বিষয়ে সাধারণ ডায়েরী করলে গোমস্তাপুর থানা অভিযান শুরু করে। গোমস্তাপুর উপজেলার ছোট দাদপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে আব্দুল হাকিম ও একই উপজেলার কর্ণখালি গ্রামের আব্দুল সালেকের ছেলে সুজন আলীকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী ভ্যান চালক শিহাবের মরদেহ উদ্ধার করা হয় এবং একই উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের মৃত তফের আলীর ছেলে মোয়াজ্জেম হোসেনের বাড়ি থেকে ছিনতাইকৃত ভ্যানটি উদ্ধারসহ মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার করে পুলিশ।