চাঁপাইনবাবগঞ্জে তলিয়ে গেছে তিনহাজার বিঘা বোরো ধান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৪:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
- / ১৬৩১ বার পড়া হয়েছে
টানা কয়েক দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বিলকুজাইন এলাকার প্রায় তিন হাজার বিঘা জমির বোরো ধান।
বৃষ্টি ও উজানের ঢলে পুনর্ভবা নদীর পানির তোড়ে তলিয়ে যায় বিলকুজাইন এলাকার প্রায় তিন হাজার বিঘা জমির বোরো ধান। এসময় স্থানীয় মানুষের তৈরি বাঁধও ভেঙে যায়। ধান কাটার মুহূর্তে হঠাৎ বন্যায় দিশেহারা এলাকার দুই হাজার কৃষক। ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এদিকে, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে উপজেলা কৃষি কর্মকর্তা তানভির আহম্মেদ সরকার জানান, পানিতে ডুবে যাওয়ায় অনেক ধান নষ্টের পথে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে বলে জানান তিনি।





















