চাঁদার দাবীতে এক তরুনী অপহরণের ঘটনায় চার জনকে আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
চাঁদার দাবীতে অপহরণের ৪ ঘন্টার পর কুমিল্লা নগরীর টমছমব্রীজ থেকে এক তরুনীকে উদ্ধার ও চার অপহরণকারী আটক করেছে র্যাব।
দুপুরে নগরীর শাকতলা র্যাব কার্যালয়ে এক সংবাদ ফ্রিফিংয়ে র্যাব-১১ সিপিসি- ২ এর কমান্ডার তালুকদার নাজমুস সাকিব এ তথ্য জানান। তিনি আরো জানান, উচ্চ বেতনে অন্য গার্মেন্টসে চাকুরী দেয়ার কথা বলে কুমিল্লা ইপিজেডের এক গার্মেন্টস কর্মীকে তার পূর্বের ৪ সহকর্মী ফুসলিয়ে ২ নং ইপিজেড গেইটের ইয়াছিন মার্কেট সংলগ্ন একটি দোকানে আটকে রাখে। পরে মেয়েটির মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তার বাবাকে কল করে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে। পরে মেয়ের বাবা বিষয়টি র্যাবকে জানালে, র্যাব সদস্যরা তাদের আটক করে অপহৃত তরুনীকে উদ্ধার করে।















