চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে চলছে ভোটগ্রহণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে চলছে ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবারই প্রথম এখানে ইভিএমে ভোট অনুষ্ঠিত হচ্ছে।
উপেজলার ৩১টি কেন্দ্রের ২০০টি বুথে ভোট দেয়ার জন্য সকাল থেকেই ভোটারদের উপস্থিতি রয়েছে লক্ষ্যনীয়। ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত হাইমচর উপজেলা পরিষদের এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী ৮ জন, আর মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী ২ জন। এখানে মোট ভোটার সংখ্যা ৮০ হাজার ২৩৪ জন। এদিকে, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য ৩ প্লাটুন বিজিবি, ২ প্লাটুন কোস্টগার্ড, রেবের ১০টি টিম, বিপুল পরিমাণ পুলিশ এবং আনসার সদস্য নিয়োজিত রয়েছে।