চাঁদপুরের বেলায়েত হোসেন রিপন হত্যাকাণ্ডের ঘটনায় দুইজন আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
চাঁদপুরের শাহরাস্তিতে বেলায়েত হোসেন রিপন হত্যাকাণ্ডের ঘটনায় এক নারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
পরকীয়ার জেরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে জানান, পুলিশ সুপার মিলন মাহমুদ। দুপুরে সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার দুপুরে উপজেলার গঙ্গারামপুর গ্রামের একটি বিল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ সুপার জানায়, চাঁদপুরের শাহরাস্তিতে পরকীয়া সম্পর্কের জেরে লাঠি দিয়ে পিটিয়ে রিপনকে হত্যা করা হয়। আটককৃতরা হলেন মোহাম্মদ ফজলুর রহমান ও তার স্ত্রী মোসাম্মদ আমেনা বেগম।