চাঁদপুরের কচুয়ায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে দু’জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
- / ১৬২৯ বার পড়া হয়েছে
চাঁদপুরের কচুয়ায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে দু’জন নিহত হয়েছে।
স্থানীয়রা জানান, রাতে কুমিল্লাগামী ট্রাক ও বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। এতে চালকসহ এক যাত্রী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ঘটনার পরপরই ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায় ঘাতক ড্রাইভার। পুলিশ ট্রাকটি জব্দ করেছে । পরে প্রায় এক ঘন্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ জনতা।

























