চলতি মাসেই মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
- / ১৬৪৯ বার পড়া হয়েছে
উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। এ মাসেই বাংলাদেশ সরকার জনশক্তি রপ্তানি শুরু করতে যাচ্ছে বলে জানালেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ। বিকেলে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি জানান, চলতি মাসেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে। এতে অভিবাসন ব্যয় ১ লাখ ৬০ হাজারের নিচে হবে বলেও জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। ১ বছরে ২ লাখ কর্মী মালয়েশিয়ায় পাঠানোর কথা জানিয়ে ইমরান আহমদ আরও জানান, এক্ষেত্রে মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে বাংলাদেশী টাকায় কমপক্ষে ৩০ হাজার। এছাড়া আগামী সপ্তাহে মেডিকেল খরচসহ বিস্তারিত জানা যাবে বলেও জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ।





















