চলতি অর্থবছরে রপ্তানি ৬০ বিলিয়ন ডলারের কাছাকাছি অর্জিত হয়েছে : বাণিজ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
চলতি অর্থবছরে ৫১ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানির টার্গেট থাকলেও, ৬০ বিলিয়ন ডলারের কাছাকাছি অর্জিত হয়েছে। এই ধারা অব্যহত থাকলে ২০২৪ সালের মধ্যে অন্তত ৮০ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানির ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
নগরীর পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯ তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপের কারণেই বিশ্ব অর্থনীতি অস্থির হলেও বাংলাদেশের অবস্থা অনেক দেশের চেয়ে ভালো বলে দাবি করেন মন্ত্রী। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে দেশে কিছু পণ্যের দাম বেড়েছে। তবে, সেটা নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে অংশ নিয়ে বিভিন্ন ব্যাবসায়ী সংগঠনের পক্ষ থেকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কথিত ওজন স্কেল বন্ধের দাবি জানানো হয়।