জেগে উঠা চরে সবজি চাষ করে সাবলম্বী হচ্ছে বন্যায় নি:স্ব নদীপাড়ের মানুষ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
নওগাঁয় জেগে উঠা চরে সবজি চাষ করে সাবলম্বী হচ্ছে বন্যায় নি:স্ব নদীপাড়ের মানুষ। ক্ষতি কাটিয়ে উঠতে পরিবারের সবাইকে নিয়ে সকাল-সন্ধ্যা খাটছে কৃষক। কৃষি বিভাগ জানায়, আগাম জাতের সবজি চাষের পরামর্শের পাশাপাশি প্রনোদনাও দিচ্ছে তারা।
পর পর চার দফা বন্যায় ঘর-জমি হারিয়েছে নদীপাড়ের মানুষ। সেই ক্ষতি পুষিয়ে নিতে নওগাঁর চরগুলোতে আলু, বাদাম, লাউ-কুমড়া, সরিষাসহ বিভিন্ন জাতের ফসল চাষ করছে কৃষক। এ বছর ফলনও হচ্ছে বেশ ভালো। মাঠ থেকেই তা বিক্রি হচ্ছে ভালো দামে।
সাধারন মাঠের চেয়ে চরের মাটি বেশি উর্বর। সার, কীটনাশক, সেঁচ সবই কম লাগে বলে জানায় কৃষক।কৃষি বিভাগ জানায়, আগাম জাতের সবজি চাষের পরামর্শের পাশাপাশি প্রনোদনাও দিচ্ছে তারা।জেলার ২৩ চরে ৫০ কোটি টাকার ফসল হবে বলে মনে করেন তিনি।