চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
চতুর্থ ধাপে আট শতাধিক ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা।
৩৮টি ইউনিয়ন পরিষদ ও তিনটি পৌরসভার ভোটগ্রহণ ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। বাকি ইউপিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়েছে। একই সঙ্গে নির্বাচনের সার্বিক পরিস্থিতির ঠিক রাখতে মনিটরিং সেল গঠন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে এখন চলছে গণনা। তীব্র শীতের কারণে দিনের শুরুতে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম ছিল। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়তে থাকে। পুরুষের তুলনায় নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি।