চতুর্থদিনের মতো কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা

- আপডেট সময় : ০২:০৬:০১ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
- / ১৭৭৫ বার পড়া হয়েছে
জামালপুরে চার দাবিতে চতুর্থদিনের মতো কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। শেরপুরের পর কর্মসূচিতে সংহতি জানিয়েছে ময়মনসিংহ ও নেত্রকোনার মেডিক্যালের চিকিৎসকেরা।
সকাল ৯টা থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা। হাসপাতালে বর্হিবিভাগ বন্ধ রাখায় সেবা নিতে গিয়ে বিপাকে পড়েছেন রোগীরা। তবে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু রয়েছে চিকিৎসা সেবা। এর আগে, মঙ্গলবার বিকাল তিনটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত অপারেশনসহ প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রেখে প্রতিবাদ জানান শেরপুরের চিকিৎসকরা। এদিকে, সকাল থেকে নেত্রকোনা স্বাচিপের উদ্যোগে অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরত শুরু হয়েছে। ফলে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা সেবা সকাল থেকে বন্ধ রয়েছে। শুক্রবার জামালপুর জেনারেল হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হন। এ ঘটনার প্রতিবাদে ও কর্মস্থল নিরাপদ, দোষীদের বিচারসহ চার দফা দাবিতে রোববার থেকে জামালপুর জেনারেল হাসপাতালসহ জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালে কর্মবিরতি শুরু করে চিকিৎসকরা। তবে চালু রয়েছে জরুরি সেবা।