চট্রগ্রামে মৃতব্যক্তির কবর নিয়ে পক্ষে-বিপক্ষে অবস্থান
- আপডেট সময় : ০৫:৪৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
চট্রগ্রামে মৃতব্যক্তির কবর নিয়ে পক্ষে-বিপক্ষে অবস্থান। একপক্ষের দাবি কবরে গিলাফ দিয়ে মাজার তৈরি করে ভন্ডমি করার উদ্দেশ্যে। অন্যপক্ষের দাবি মৃত্যুর আগে শেষ ইচ্ছে পোষণ করায় নিজের ভিটামাটিতে কবর দেয়া হয়েছে। গ্রামে দুইপক্ষের এই দ্বন্দ্ব গিয়ে দাঁড়ায় আদালতে, পরে বিষয়টির শুনানি নিষ্পত্তির নিদের্শ দেয় জেলা প্রশাসক।
পটিয়ার কুলাগাঁও গ্রামে গত ৮ ফেব্রুয়ারি মত্তুল হোসেন নামে ষাটোর্ধ এক বৃদ্ধ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। দাফনের পর মৃত মত্তুলের কবর ঘিরে শুরু হয় তুলকালাম।
স্থানীয়দের দাবি তাকে কবরস্থান দাফন না করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বসতবাড়িতে দাফন করে মাজার তৈরি করছেন মরহুমের পরিবার।
তবে পরিবার জানায়, মৃত্যুর আগে মত্তুল দাবি রেখেছিল কবরস্থানে দাফনের পরিবর্তে তাকে যেন নিজ ভিটেমাটিতে দাফন করা হয়। এখানে মাজার তৈরির কোন উদ্দেশ্য নেই।
বিষয়টি নিয়ে দুই পক্ষের সংঘাত সৃষ্টি হলে পরে তা আদালত পর্যন্ত গড়ায়। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা জানান উপজেলা নিবার্হী কর্মকর্তা।
যত্রতত্র মাজার নিমার্ণ করে ধর্মের প্রতি বিশ্বাস নিয়ে প্রতারণা না করার অনুরোধ সচেতন মহলের।










