চট্রগ্রামে চিকনদন্ডী ইউপি নির্বাচনে কেন্দ্রে ব্যাপক সংঘর্ষ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১১:০১ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
- / ২০৩৮ বার পড়া হয়েছে
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে একটি কেন্দ্রে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ৩৫ রাউন্ড গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এই ঘটনার পর এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। সকাল থেকে চিনকদন্ডী ইউনিয়নের ১৩ টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শুরু হয়। ৩৯ হাজার ৮৯৬ জন ভোটার অধ্যুষিত ইউনিয়নের প্রায় সব কটি কেন্দ্রে সকাল থেকে কিছু ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রে ভোটারের উপস্থিতি হ্রাস পায়। তবে দুপুর দুইটা নাগাদ খন্দকিয়া ছমদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে প্রথমে ধাওয়া পরে ইট পাটকেল ছোড়াছুড়ি শুরু হয়। এক পর্যায়ে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়।