চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনের ফলাফল বাতিল করে ফের নির্বাচনের দাবি
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৬:৪২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০
- / ১৬১৪ বার পড়া হয়েছে
ভোট কারচুপি আর কেন্দ্র দখলের অভিযোগ তুলে চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনের ফলাফল বাতিল করে ফের নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী আবু সুফিয়ান।
সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। এ সময় নাম উল্লেখ করে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে বেশ কয়েকটি কেন্দ্র দখলের অভিযোগও করেন আবু সুফিয়ান । এছাড়া নির্বাচনে ২২ শতাংশ ভোটার উপস্থিতির বিষয়টি নিয়েও সন্দেহ প্রকাশ করেন বিএনপির প্রার্থী। নির্বাচন কমিশনকে শাসক দলের আজ্ঞাবহ প্রতিষ্ঠান উল্লেখ করে নিরপেক্ষ প্রমাণে নির্বাচন বাতিল করে ফের নিরপেক্ষ নির্বাচনের দাবিও জানান তিনি। সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বকরসহ অনেকে উপস্থিত ছিলেন।

 
																			 
																		










