চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে চলছে নিরুত্তাপ ভোটগ্রহণ
- আপডেট সময় : ১১:৫১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
- / ১৭০৯ বার পড়া হয়েছে
চট্টগ্রাম-১০ ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর আসনের উপ-নির্বাচনে নিরুত্তাপ ভোটগ্রহণ চলছে। তবে কোন কেন্দ্রেই সন্তোষজনক ভোটার উপস্থিতি নেই। প্রচার প্রচারণার মতো নির্বাচনের দিনেও আওয়ামী লীগ প্রার্থী ছাড়া প্রতিদ্বন্দ্বী অন্য কোন প্রার্থীর দেখা পাওয়া যায়নি কোন কেন্দ্রে।
সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরুর পর সাড়ে ৮ টায় নগর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোট দিতে আসেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। ভোট দিয়ে জয়ের ব্যাপারে আশার কথা জানিয়ে ভোটারদের ভোট কেন্দ্রে আসতে অনুরোধ জানান তিনি। কিন্তু তিনি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্র ফাঁকা হয়ে যায়। অন্যান্য ভোটকেন্দ্রগুলোর চিত্রও একই রকম। ভোটগ্রহণ শুরুর ৩ ঘন্টা পরও কোন কেন্দ্রে ১টি আবার কোন কেন্দ্রে ৩টি করে ভোট পড়তে দেখা গেছে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, উপনির্বাচন হওয়ার পাশাপাশি শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ভোটার উপস্থিতি কম।
















