চট্টগ্রাম সিটি নির্বাচনে অনিয়ম আর ভোট ডাকাতির অভিযোগ বিএনপি’র

- আপডেট সময় : ০৮:৪৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপক অনিয়ম ও ভোট ডাকাতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে জাতীয় সংসদে। সকালে সংসদে আলোচনা কালে এই অভিযোগ করেন বিএনপি’র সংসদ সদস্য হারুনুর রশীদ ও সংরক্ষিত নারী আসনের রুমিন ফারহানা। বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপি’র এজেন্টদের বের করে দেয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন তারা। এ সময় আইনমন্ত্রী আনিসুল হকের প্রস্তাবনার পর ‘সিভিল কোর্টস সংশোধনী বিল-২০২১’ জাতীয় সংসদে পাস হয়।
বুধবার সকালে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় জাতীয় সংসদ অধিবেশনের দিনের কার্যক্রম।
সিভিল কোর্টস সংশোধনী বিল পাসের আগে জনমত যাচাইয়ের প্রস্তাব তোলেন বিএনপি’র হারুনুর রশীদ। তিনি বলেন, সংবিধান না মেনে নির্বাচনের নামে তামাশা হচ্ছে এখন।
এ সময় বিএনপির সংরক্ষিত নারী আসনের সদস্য রুমিন ফারহানা বলেন, এখন নির্বাচন মানে ভোট দেয় প্রশাসন– আর তা দেখে জনগণ।
বিএনপির সংসদ সদস্যদের বিভিন্ন মন্তব্যের জবাব দেন আইনমন্ত্রী আনিসুল হক।
পরে ‘দ্য সিভিল কোর্টস সংশোধনী বিল-২০২১’ সংসদে পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলের ওপর জনমত যাচাই এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।