চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ

- আপডেট সময় : ০১:৫৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন।
সকালে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা হাসানুজ্জামান। মেয়র পদে সাত প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরীকে নৌকা, বিএনপির ডাক্তার শাহাদাৎ হোসেনকে ধানের শীষ, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের এমএ মতিনকে মোমবাতি, ন্যাশনাল পিপলস পার্টির আবুল মনজুরকে আম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ওয়াহেদ মুরাদকে চেয়ার ও ইসলামি আন্দোলনের জান্নাতুল ইসলামকে হাতপাখা প্রতীক প্রদান করে নির্বাচন কমিশন। মেয়র পদের প্রতিক বরাদ্দের পর কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা। একই সঙ্গে নির্বাচনী আচরণ বিধির কথা স্মরণ করিয়ে তা মেনে চলতে সব প্রার্থীর প্রতি আহবান জানান রিটার্নিং কর্মকর্তা হাসানুজ্জামান।