চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র আ জ ম নাসিরকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী

- আপডেট সময় : ০৬:৫৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বর্তমান মেয়র আ জ ম নাসিরকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। এ সময় জয়ের ব্যাপরে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। আর নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালনসহ ভোট দুই দিন পেছানোর দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী ডা. শাহাদাৎ হোসেন।এদিকে দুই দলের মনোনীত কাউন্সিলর প্রার্থী ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরাও শেষ দিনে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে উৎসবমুখর হয়ে ওঠে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। সকাল থেকেই আওয়ামী লীগ, বিএনপি মনোনীত প্রার্থীরা ছাড়াও কাউন্সিলর পদের স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। এ সময় মনোনয়ন পাওয়া প্রার্থীরা নিজের জয়ের আশা জানালেও স্বতন্ত্র প্রার্থীরা শঙ্কা প্রকাশ করেন ।
সকাল সাড়ে ১১ টার দিকে বর্তমান মেয়র আ.জ.ম নাছির উদ্দিনসহ সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী। নিজের জয়ের আশা জানিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগও করেন তিনি।
দুপুরের পর মনোনয়ন পত্র জমা দিয়ে নির্বাচনের আগে টানা সরকারি ছুটির কারণে ভোটগ্রহণের তারিখ দুই দিনে পেছানোর দাবি জানান বিএনপি প্রার্থী ডা. শাহাদাৎ হোসেন। এ সময় তিনি বলেন, নির্বাচন কমিশন ও সরকার নিরপেক্ষ না হলে ভোটাররা এবারো কেন্দ্রমুখী হবে না।
আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন। পয়লা মার্চ যাচাই-বাছাই, ৮ মার্চ প্রত্যাহারের পর ৯ মার্চ থেকে প্রচারণায় নামবেন প্রার্থীরা।