চট্টগ্রাম রেলস্টেশনে উপচে পড়া ভিড়
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:২৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
 - / ১৬৯৫ বার পড়া হয়েছে
 
স্বজনদের সঙ্গে ঈদ করতে বন্দর নগরী চট্টগ্রাম রেলস্টেশনে ছিল উপচে পড়া ভিড়। সরকারি ছুটি শুরু হওয়ায় নারীর টানে বাড়ি ছুটতে শুরু করেছেন সাধারণ মানুষ।
সকাল ৭টায় সুবর্ণ এক্সপ্রেস সিলেটগামী পাহাড়িকা, চাঁদপুরের ঈদ স্পেশালসহ বেশিরভাগ রুটের ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে যায়। তবে ময়মনসিংহের বিজয় এক্সপ্রেসে এক ঘন্টা সিডিউল বিপর্যয় ঘটে। প্রতিটি ট্রেনে একাধিক অতিরিক্ত বগি যুক্ত করেও যাত্রীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। চট্টগ্রাম রেলস্টেশন ম্যানেজার জানান, সময় যত ঘনিয়ে আসছে যাত্রীর চাপও ততই বাড়তে শুরু করেছে। অতিরিক্ত চাপ সামলাতে স্ট্যান্ডিং টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে ট্রেনের ছাদে বা ঝুঁকিপুর্ণভাবে ঝুলে যাতে কেউ ভ্রমণ করতে না পারে সে ব্যাপারে সতর্ক আছে রেলওয়ে।
																			
																		














