চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১২৬ জন চিকিৎসককে বিভাগের বিভিন্ন জেলায় বদলি

- আপডেট সময় : ১২:২৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
করোনা রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিতে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১২৬ জন চিকিৎসককে বিভাগের বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। সোমবার রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই আদেশ দেন।
স্বাস্থ্য সেবা বিভাগের উপ -সচিব জাকরিয়া পারভিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব চিকিৎসককে বদলির আদেশ দেয়া হয়। বদলি করা চিকিৎসকদের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালসহ ফেনী ও খাগড়াছড়ি হাসপাতালে বদলি করা হয়েছে। করোনা রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিতে স্বাস্থ্য মন্ত্রণালয় এই পদক্ষেপ নিয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। বদলি হওয়া চিকিৎসকদের মধ্যে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৬০ জন, বিআইটিআইডি হাসপাতালে ১৬ জন, ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন, খাগড়াছড়ি সদর হাসপাতালে ১৮ জন, ফেনী সদর হাসপাতালে ১৮ জন ও দাগনভূঁইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জনকে বদলি করা হয়েছে। এদিকে হঠাৎ করে এই বদলির প্রজ্ঞাপন বাতিল করার দাবি জানিয়েছে স্বাধিনতা চিকিৎসক পরিষদ।