চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাৎ হোসেনসহ ১৬ নেতাকর্মী কারাগারে

- আপডেট সময় : ০৭:১৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাৎ হোসেনসহ গ্রেফতার হওয়া ১৬ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। কাজির দেউড়ীতে বিএনপির সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় এদের আটক করা হয়।
বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালতে হাজির করে পুলিশের ওপর হামলা ও নাশকতার দুই মামলায় গ্রেফতার দেখিয়ে ৭ দিনের রিমাণ্ডের আবেদন করে পুলিশ। এসময় মামলার নথি না পাওয়ায় শুনানী করতে অপারগতা জানায় বিএনপির আইনজীবীরা। উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আগামীকাল রিমান্ড শুনানীর দিন নির্ধারণ করে গ্রেফতার বিএনপি নেতাকর্মীদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এর আগে সোমবার বিকেলে কেন্দ্রীয় কর্মসুচী চলাকালে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি নেতাকর্মীরা। এতে ৬ পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়। ঘটনার পর দলীয় কার্যালয় থেকে নগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনিসহ ১৫ জন ও একটি বেসরকারী হাসপাতালে অভিযান চালিয়ে নগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদাত হোসেনসহ আরো ১৫ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ। যাচাই বাছাই শেষে ১৬ জনকে গ্রেফতার দেখানো হয় মামলায়।