১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬

চট্টগ্রাম বুলেটিন

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৮:২৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
  • / ১৬০৫ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের জিইসি মোড়ে ম্যাজিস্ট্রেটের উপর হামলার অভিযোগে দুই নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।

পুলিশ জানায়, সোমবার রাত ১০টার দিকে চট্টগ্রাম আদালতে কর্মরত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ অলিউল্লাহ সস্ত্রীক জিইসি মোড় এলাকায় একটি প্রাইভেট কার তাদের ধাক্কা দেয়। ম্যাজিস্ট্রেট কারণ জানতে চাইলে গাড়িতে থাকা রানা তার উপর হামলা চালায়। পরে রানার সাথে তার পরিবারের সদস্যরাও যোগ দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ৪ জনকে গ্রেফতার করে। জব্দ করা হয় গাড়িটি। থানায় মামলা হয়েছে।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জিল্লুর ভাণ্ডারি হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড এবং ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার চট্টগ্রামের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এ রায় দেন। মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামির নাম শহীদুল ও ইসমাইল।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলো আবু, কামাল, জসিম, তোতা মিয়া, নাছির ও সুমন। আসামিদের মধ্যে শহীদুল ছাড়া বাকি সবাই পলাতক। এ মামলায় খালাস পেয়েছে পাঁচ জন। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী আবদুস সাত্তার। খালাস আসামীদের বিষয়ে আপিল করা হবে কিনা তা পূর্ণাঙ্গ রায় পেলে সিদ্ধান্ত নেয়া হবে। তবে, বাদীপক্ষের আইনজীবী অভিযোগ করেন তদন্ত প্রতিবেদনে প্রধান দুই আসামিকে বাদ দেয়া হয়েছিলো। ২০১৫ সালের ২১ জানুয়ারি রাতে রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের কাছে জিল্লুর রহমান ওরফে জিল্লু ভাণ্ডারিকে মারধরের পর গুলি করে হত্যা করা হয়। পরে নিহতের ভাই মামলা করেন।

চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত জসিম উদ্দিনের হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছে স্বজন ও এলাকাবাসী।

দাঁতমারা ইউনিয়নের হোসইন্যারখীল গ্রামে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি করেন তারা। এসময় বক্তারা বলেন, পুর্ব শত্রুতার জেরে ১৪ ফেব্রুয়ারী মামুন গংদের ছুরিকাঘাতে নিহত হন জসিম উদ্দিন। এসময় গুরুতর আহত জসিমের ভাই রফিক হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন। ঘটনার সাথে জড়িত মামুন, আলমগীর, আক্কাস ও আর্মি জামালকে দ্রুত গ্রেফতার করার দাবি জানানো হয়। মানববন্ধনে ইউপি সদস্য মোহাম্মদ পারভেজ ও স্থানীয় বাসিন্দা আবুল হাসেম, নিহতের স্বজনরা বক্তব্য রাখেন। মানববন্ধনে একাত্ততা প্রকাশ করেন আরেক ইউপি চেয়ারম্যান জানে আলম।

প্রাপ্য টাইমস্কেলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন চট্টগ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।

চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে শিক্ষক নেতারা বলেন, ননগেজেটেড হিসেবে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রচলিত পদ্ধতিতে প্রাপ্য টাইম স্কেল মঞ্জুরী দিতে ২০১৪ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত নির্দেশনা দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সেই নির্দেশনা এখনো বাস্তবায়ন হয়নি। অবিলম্বে নির্দেশনা মেনে প্রধান র্শিক্ষকদের প্রাপ্য টাইম স্কেল প্রদানের দাবি জানান তারা। পরে চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক ড. মুহাম্মদ শফিকুল ইসলামের আশ্বাসে কর্মসূচি শেষ করেন শিক্ষকরা।

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ৮ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন হয়েছে।প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানে পৌঁছাতে শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের সাহসী পদক্ষেপ নিতে হবে। তারা আরো বলেন, শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার যুগান্তকারী পদক্ষেপ নিলেও দেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৯৮ শতাংশ বেসরকারী প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা চরম বৈষম্যের শিকার। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করার মধ্য দিয়ে বিরাজমান বৈষম্য দূর করার দাবি জানান তারা। বক্তব্য রাখেন ফাউন্ডেশনের আহবায়ক মোহাম্মদ মোজাম্মেলহক অন্যান্য শিক্ষক নেতারা।

সত্য-মিথ্যার লড়াই যুগে যুগে চলে আসছে। আর সত্যের প্রতি অবিচল থাকাই শাহাদাতে কারবালার শিক্ষা। এমন মন্তব্য করেছেন চট্টগ্রামে সুন্নী কনফারেন্সে বিশিষ্টরা।

নগরীর হালিশহর সাইটপাড়া নুতন জামে মসজিদ প্রাঙ্গনে শাহাদাতে কারবালা স্মরণে সুন্নি কনফারেন্সে বক্তারা এসব কথা বলেন। এসময় বক্তারা বলেন, শান্তির ধর্ম ইসলামের শান্তির বার্তা সর্বত্র পৌঁছে দিতে মুসলিম সম্প্রদায়ের সকলকে সচেতন হতে হবে। বক্তব্য রাখেন সৈয়দ সাইফুদ্দীন আহম্মদ আল মাইজ ভান্ডারী, শায়েখ সাইফুল আজম বাবর আল আযহারী, মাওলানা হাছান রেজা আল কাদেরিসহ অন্যান্য উলামারা।

বিশ্ব ভালোবাসা দিবসে সমাজের তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠিদের নিয়ে চট্টগ্রামে অন্যরকম আয়োজন করেছে লিভার কেয়ার গ্রুপ।

নগরীর হালিশহর, ঈদগাহ রাস্তার মাথা এলাকায় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির ২৫৫ জনকে বিনামূল্যে হেপাটাইটিস বি ভাইরাস টিকা দেয়া হয়। পাশাপাশি হেপাটাইটিসের টেস্ট করানো হয়। এতে কারিগরী সহায়তা দিয়েছে এপিক হেলথ কেয়ার। লিভার কেয়ার গ্রুপের সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল কলেজের হেপাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, হেপাটাইটিস বি ভাইরাস সম্পর্কে বেশিরভাগ মানুষই সচেতন নন। হেপাটাইটিস বি এর মতো মারাত্মক সংক্রাম রোগ থেকে সর্বস্তরের জনগণকে রক্ষা করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

 

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চট্টগ্রাম বুলেটিন

আপডেট সময় : ০৮:২৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২

চট্টগ্রামের জিইসি মোড়ে ম্যাজিস্ট্রেটের উপর হামলার অভিযোগে দুই নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।

পুলিশ জানায়, সোমবার রাত ১০টার দিকে চট্টগ্রাম আদালতে কর্মরত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ অলিউল্লাহ সস্ত্রীক জিইসি মোড় এলাকায় একটি প্রাইভেট কার তাদের ধাক্কা দেয়। ম্যাজিস্ট্রেট কারণ জানতে চাইলে গাড়িতে থাকা রানা তার উপর হামলা চালায়। পরে রানার সাথে তার পরিবারের সদস্যরাও যোগ দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ৪ জনকে গ্রেফতার করে। জব্দ করা হয় গাড়িটি। থানায় মামলা হয়েছে।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জিল্লুর ভাণ্ডারি হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড এবং ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার চট্টগ্রামের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এ রায় দেন। মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামির নাম শহীদুল ও ইসমাইল।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলো আবু, কামাল, জসিম, তোতা মিয়া, নাছির ও সুমন। আসামিদের মধ্যে শহীদুল ছাড়া বাকি সবাই পলাতক। এ মামলায় খালাস পেয়েছে পাঁচ জন। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী আবদুস সাত্তার। খালাস আসামীদের বিষয়ে আপিল করা হবে কিনা তা পূর্ণাঙ্গ রায় পেলে সিদ্ধান্ত নেয়া হবে। তবে, বাদীপক্ষের আইনজীবী অভিযোগ করেন তদন্ত প্রতিবেদনে প্রধান দুই আসামিকে বাদ দেয়া হয়েছিলো। ২০১৫ সালের ২১ জানুয়ারি রাতে রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের কাছে জিল্লুর রহমান ওরফে জিল্লু ভাণ্ডারিকে মারধরের পর গুলি করে হত্যা করা হয়। পরে নিহতের ভাই মামলা করেন।

চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত জসিম উদ্দিনের হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছে স্বজন ও এলাকাবাসী।

দাঁতমারা ইউনিয়নের হোসইন্যারখীল গ্রামে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি করেন তারা। এসময় বক্তারা বলেন, পুর্ব শত্রুতার জেরে ১৪ ফেব্রুয়ারী মামুন গংদের ছুরিকাঘাতে নিহত হন জসিম উদ্দিন। এসময় গুরুতর আহত জসিমের ভাই রফিক হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন। ঘটনার সাথে জড়িত মামুন, আলমগীর, আক্কাস ও আর্মি জামালকে দ্রুত গ্রেফতার করার দাবি জানানো হয়। মানববন্ধনে ইউপি সদস্য মোহাম্মদ পারভেজ ও স্থানীয় বাসিন্দা আবুল হাসেম, নিহতের স্বজনরা বক্তব্য রাখেন। মানববন্ধনে একাত্ততা প্রকাশ করেন আরেক ইউপি চেয়ারম্যান জানে আলম।

প্রাপ্য টাইমস্কেলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন চট্টগ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।

চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে শিক্ষক নেতারা বলেন, ননগেজেটেড হিসেবে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রচলিত পদ্ধতিতে প্রাপ্য টাইম স্কেল মঞ্জুরী দিতে ২০১৪ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত নির্দেশনা দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সেই নির্দেশনা এখনো বাস্তবায়ন হয়নি। অবিলম্বে নির্দেশনা মেনে প্রধান র্শিক্ষকদের প্রাপ্য টাইম স্কেল প্রদানের দাবি জানান তারা। পরে চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক ড. মুহাম্মদ শফিকুল ইসলামের আশ্বাসে কর্মসূচি শেষ করেন শিক্ষকরা।

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ৮ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন হয়েছে।প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানে পৌঁছাতে শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের সাহসী পদক্ষেপ নিতে হবে। তারা আরো বলেন, শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার যুগান্তকারী পদক্ষেপ নিলেও দেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৯৮ শতাংশ বেসরকারী প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা চরম বৈষম্যের শিকার। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করার মধ্য দিয়ে বিরাজমান বৈষম্য দূর করার দাবি জানান তারা। বক্তব্য রাখেন ফাউন্ডেশনের আহবায়ক মোহাম্মদ মোজাম্মেলহক অন্যান্য শিক্ষক নেতারা।

সত্য-মিথ্যার লড়াই যুগে যুগে চলে আসছে। আর সত্যের প্রতি অবিচল থাকাই শাহাদাতে কারবালার শিক্ষা। এমন মন্তব্য করেছেন চট্টগ্রামে সুন্নী কনফারেন্সে বিশিষ্টরা।

নগরীর হালিশহর সাইটপাড়া নুতন জামে মসজিদ প্রাঙ্গনে শাহাদাতে কারবালা স্মরণে সুন্নি কনফারেন্সে বক্তারা এসব কথা বলেন। এসময় বক্তারা বলেন, শান্তির ধর্ম ইসলামের শান্তির বার্তা সর্বত্র পৌঁছে দিতে মুসলিম সম্প্রদায়ের সকলকে সচেতন হতে হবে। বক্তব্য রাখেন সৈয়দ সাইফুদ্দীন আহম্মদ আল মাইজ ভান্ডারী, শায়েখ সাইফুল আজম বাবর আল আযহারী, মাওলানা হাছান রেজা আল কাদেরিসহ অন্যান্য উলামারা।

বিশ্ব ভালোবাসা দিবসে সমাজের তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠিদের নিয়ে চট্টগ্রামে অন্যরকম আয়োজন করেছে লিভার কেয়ার গ্রুপ।

নগরীর হালিশহর, ঈদগাহ রাস্তার মাথা এলাকায় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির ২৫৫ জনকে বিনামূল্যে হেপাটাইটিস বি ভাইরাস টিকা দেয়া হয়। পাশাপাশি হেপাটাইটিসের টেস্ট করানো হয়। এতে কারিগরী সহায়তা দিয়েছে এপিক হেলথ কেয়ার। লিভার কেয়ার গ্রুপের সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল কলেজের হেপাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, হেপাটাইটিস বি ভাইরাস সম্পর্কে বেশিরভাগ মানুষই সচেতন নন। হেপাটাইটিস বি এর মতো মারাত্মক সংক্রাম রোগ থেকে সর্বস্তরের জনগণকে রক্ষা করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।