চট্টগ্রাম বুলেটিন
- আপডেট সময় : ০৮:৪০:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
খাগড়াছড়ি জেলা সদরের ৫টি এবং মাটিরাঙ্গা উপজেলার ৬টি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন।
উচ্চ আদালতের নির্দেশে এসব অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন। তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইটভাটাগুলোর সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। এসময় উপস্থিত ছিলেন সহকারী ভূমি কমিশনার পিয়াস চন্দ্র দাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা। এর আগে, ইটভাটাগুলোতে আলাদা অভিযান পরিচালনা করা হয়।
বায়ান্নের ভাষা আন্দোলনের মাধ্যমে পাকিস্তানী শাসক গোষ্ঠীর পতনের প্রথম ধাপ রচিত হয়। স্থাপিত হয় স্বাধীন বাংলার প্রথম স্তম্ভ।
চট্টগ্রাম ওয়াসা মোড়ে জহুর আহমেদ চৌধুরীর বাসভবনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ পরিবারবর্গ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম ৮ আসনের বীর মুক্তিযোদ্ধা মসলেম উদ্দীন এমপি। সংগঠনের ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জসিম উদ্দীন চৌধুরীসহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানের উদ্বোধন করেন, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দীন।
মাদকের ভয়াল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করা গেলেই পরিকল্পিত এবং সুন্দর সমাজ গঠন করা সম্ভব।
সকালে রাউজানের কদলপুর ইউনিয়নের মোহাম্মদিয়া সমাজকল্যাণ পরিষদ এবং কাতারের আল-মাহান্নাদি গ্রুপের চেয়ারম্যান এনামুল হকের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল-হারুন। এসময় সুন্দর সমাজ প্রতিষ্ঠায় পুলিশের পাশাপাশি সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস কর্মকর্তা নজরুল ইসলাম, রাউজান পৌর কমিশনার জসীমউদ্দীন, চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরীসহ আরো অনেকে।
চট্টগ্রামের ভাটিয়ারীর দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে চোলাই মদ তৈরির কারখানা ধ্বংস করেছে রেব।
এসময় আটক করা হয় বিদ্যুৎ খন্দকার, কামাল হোসেন ও মামুন হোসেন নামে তিনজনকে। জব্দ করা হয় ১০ হাজার লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ। রেব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এমএ ইউসুফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গেলরাতে অভিযান চালিয়ে এসব চোলাইমদ ও উপকরণ জব্দ করা হয়। এসময় তিনি আরো জানান, চক্রটি দীর্ঘদিন ধরে পাহাড়ে চোলাই মদ তৈরি করে নগরীর বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিলো। জব্দ করা মদ ও উপকরণের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।
চট্টগ্রামের পতেঙ্গায় বাড়ির সীমানা দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে।
নগরীর পতেঙ্গার পূর্ব কাঠগড় তিনতলা মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। এসময় আহত হয়েছে আরো দুই শিশু। নিহত শিশুর নাম তাবাসসুম আকতার ইমু। আহতরা একই বাড়ির টিনা ও আসমা। পুলিশ জানায়, বাড়ির সীমানা দেয়ালের পাশে খালি জায়গায় খেলছিলো তারা। হঠাৎ সীমানা দেয়ালটি ধসে পড়লে ঘটনাস্থলেই মারা যায় ইমু। আহত দুই শিশুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।










