চট্টগ্রাম বুলেটিন
- আপডেট সময় : ০৯:৩৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
অন্ধত্ব দূরীকরণে সচেতনতার লক্ষ্যে বিশ্ব গ্লুকোমা সপ্তাহ পালন করেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল।
মা ও শিশু হাসপাতাল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেরি লজিস্টিক্স বিডি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন পিলু। এসময় বক্তারা বলেন, গ্লুকোমা বিশ্বব্যাপী স্থায়ী অন্ধত্বের দ্বিতীয় সর্বোচ্চ কারণ। ধৈর্য ধরে চোখের চিকিৎসা করলে অন্ধত্ব থেকে রক্ষা পাওয়া যায়। পরে হাসপাতালের নতুন ভবনে চোখের অপারেশনের জন্য নতুন অপারেশন থিয়েটার উদ্বোধন করা হয়।
চট্টগ্রামে ট্রাকের এয়ার ক্লীনারে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে রেব। এসময় আটক করা হয় দুইজনকে। জব্দ করা হয় ইয়াবা বহনকারী ট্রাকটি।
রেব জানায়, মাদক ব্যবসায়ীরা কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি ট্রাকে করে ইয়াবা পাচার করছে। এমন খবর পেয়ে রেব বাঁশখালী এলাকায় চেক পোস্ট বসায়। শুক্রবার গভীর রাতে চট্টগ্রামগামী একটি ট্রাক চেক পোস্ট অতিক্রম করার সময় ট্রাকটিকে আটক করা হয়। পরে ট্রাকটিতে তল্লাশি করে ইয়ার ক্লিনার খুলে পাওয়া যায় ইয়াবার চালানটি। এসময় ট্রাকে থাকা দুইজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রেব সদস্যরা তাদের আটক করে। আটক ব্যক্তি দুজন হলো মুক্তার হোসেন ও রাসেল।
আগুনে পুড়ে গেছে চট্টগ্রামের জহুর হকার্স মার্কেটের ২৫টি দোকান। রমজানকে ঘিরে আনা দোকানের মালামাল পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।
ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হকার্স মার্কেটের মাঝখানে গোল চত্তরে দ্বিতল মার্কেটে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে পানি সংকটের কারণে আগুন নেভাতে কিছুটা ভোগান্তি পোহাতে হয় ফায়ার সার্ভিসকে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।










