চট্টগ্রাম বুলেটিন
- আপডেট সময় : ০৯:৪১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
প্রভাব খাটিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৩টি দোকান বরাদ্দ দেয়ার মামলায় আওয়ামী লীগ নেতাসহ ২০ জনকে অব্যাহতি দিয়েছে আদালত।
দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আব্দুল মজিদ এ আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, এ মামলায় মোট আসামী ছিল ২৪ জন। সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী মৃত্যুর কারণে মামলা থেকে অব্যাহতি পান তারা। দুদকের দেয়া চার্জশিটে আরো ৩ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়। আদালতে বাকি ২০ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি দুদক। তাই চার্জশিটভুক্ত সব আসামিকেই বেখসুর খালাস চেয়ে আবেদন করলে আদালত সবাইকে মামলা থেকে অব্যাহতি দেন। মামলার সুত্রে জানা যায়, ১৯৯৭ সালে পত্রিকায় টেন্ডার ও যাচাই-বাছাই ছাড়াই নগরীর মুরাদপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্মিত ২৩টি দোকান বরাদ্দ দেয়া হয়। এরপর মামলা করে দুদক।
চট্টগ্রামে অনুষ্ঠিত হলো মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্ম সমাবেশ।
দুপুরে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়া মাঠে অমর একুশে বই মেলা প্রাঙ্গনে সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিটি মেয়র মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। এছাড়াও জেলা ও উপজেলার বীর মুক্তিযোদ্ধারা সমাবেশে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, পাকিস্তানী শাসকগোষ্ঠীর নির্যাতন নিপীড়ন থেকে বাংলাদেশকে মুক্ত করতে বাঙালীর মনে চেতনা সৃষ্টি হয় বায়ান্নের ভাষা আন্দোলনের মাধ্যমে। স্বাধীনতার ৫০ বছর পরেও দেশের সর্বত্র বাংলা ভাষার প্রচলন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে সর্বক্ষেত্রে শতভাগ বাংলা ভাষার প্রচলন করার দাবি জানান তারা।
মিরসরাইয়ে এসএসসিতে জিপিএ ৫ পাওয়া ৩৪০ শিক্ষাথীকে সংবর্ধনা দিয়েছে এস রহমান ট্রাস্ট।
দুপুরে মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ৫ হাজার টাকা করে প্রাইজবন্ড, ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা। ট্রাস্টের সদস্য সাবেদুর রহমান সমুর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উওর জেলা আওয়ামী লীগের সদস্য আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল। আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়া, মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন। এসময় বক্তারা সর্বোচ্চ শিক্ষা অর্জনের মাধ্যমে দক্ষ জনশক্তি হয়ে গড়ে তোলার পাশাপাশি দেশের কল্যাণে কাজ করতে কৃতি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
ফেনীর ছাগলনাইয়ায় আলহাজ্ব গণি আহমেদ স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে নবনির্মিত স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন করেন মিরপুর ঢাকা-১৬ আসনের এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে দ্বীন গ্রুপের চেয়ারম্যান গণি আহম্মেদের আর্থিক সহযোগীতায় প্রায় ১ কোটি টাকা ব্যয়ে উপজেলার পশ্চিম ঘোপালে এ স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হয়। এ সময় নিউরো মেডিসিন ডাঃ ইমাম হোসেন, গাইনি বিশেষজ্ঞ ডাঃ নিগার সুলতানাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে কেন্দ্রীয় আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন করা হয়েছে।
মোজাম্বিকের নামপুলা শহরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মোজাম্বিক কেন্দ্রীয় আওয়ামী লীগের সহ সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক জিকু সিকদার, আওয়ামী লীগ নেতা আবুল কাসেমসহ অন্যান্যরা। সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকায় বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছেছ। দেশের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সজাগ থাকতে হবে।










