চট্টগ্রাম বুলেটিন
- আপডেট সময় : ০৯:০০:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০৯ বার পড়া হয়েছে
চট্টগ্রাম-হাতিয়া চ্যানেলে জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে জলদস্যু কামাল বাহিনীর প্রধান কামালসহ ৫ জনকে আটক করেছে রেব।
রেব জানায়, ৭২ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে চট্টগ্রাম-হাতিয়া চ্যানেল থেকে তাদের আটক করা হয়। এ সময় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও একটি ট্টলার উদ্ধার করা হয়। উদ্ধার করা হয় অপহৃত ৪ জনকে। আটক জলদস্যুরা দীর্ঘদিন চট্টগ্রাম–হাতিয়া চ্যানেলে জেলেদের অপহরণ ও মুক্তিপণ আদায় করার পাশাপাশি জেলেদের কুপিয়ে জখম করতো।
উপ-মহাদেশের ইসলাম প্রচারক, অলিয়ে কামেল শাহ সুফি সৈয়দ ওয়াইছ উদ্দিন শাহ এর বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রামের ফটিকছড়িতে উপজেলার সুয়াবিলে মাজার প্রাঙ্গণে কবর জেয়ারত, খতমে কোরআন, খতমের গাউছিয়া, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বার্ষিক অনুষ্ঠান। পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ দিদারুল ইসলামে সভাপতিত্বে এবং পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ কাজী নেজামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের উদ্বোধন করেন সৈয়দ সেলিম উদ্দিন। এসময় প্রধান বক্তা ছিলেন, ফেনী আব্দুল্লাহ শাহ দরবার শরীফের সাজ্জাদানশীন হাফেজ শফিকুল ইসলাম শাহ আল কাদেরী।
ফেনীর ছাগলনাইয়ায় প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প প্রাণি সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের সহযোগিতায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া পৌর মেয়র মোহাম্মদ মোস্তফা। প্রদর্শনীতে বিভিন্ন প্রকার প্রাণী ও প্রযুক্তির ৩৭টি স্টল রয়েছে বলে জানান আয়োজকরা।
চট্টগ্রামে উদযাপিত হয়েছে সুপার মল শপিং ব্যাগ এর ৩য় বর্ষপূর্তি।
নগরীর কাজির দেউরি এলাকায় শপিং মল প্রাঙ্গণে কেক কেটে বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন সুপার মল শপিং ব্যাগ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিক। এসময় তিনি বলেন, গ্রাহক সেবা ও পণ্যের গুনগত মান অক্ষুন্ন রাখার মহত উদ্দেশ্য নিয়ে ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারী সুপার মল শপিং ব্যাগের যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিচালক ইকবাল কাদের, স্বপন দাস, আবু বক্কর চৌধুরী, অপারেশন ম্যানেজার রাকিব হোসেনসহ শপিং ব্যাগ এর কর্মকর্তা ও কর্মচারীরা। ৩য় বর্ষপূর্তি উপলক্ষে ক্রেতাদের মাসব্যাপি বিশেষ অফার এবং রেফেল ড্রর ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
চট্টগ্রামে চলছে শ্রী শ্রী লক্ষী নারায়ন ও গৌর নিতাই বিগ্রহের ষোড়ষপ্রহরব্যাপী মহোৎসব।
নগরীর কালুরঘাটে চারদিনব্যাপী এই মহোৎসবের ১ম দিনে ধর্মীয়গুরুদের সম্মাননা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৈবল্যধাম মোহন্ত মহারাজ শ্রীমৎ কালিপদ ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সুকুমার চৌধুরী, সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন, অমিত চৌধুরী। পরে ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন অতিথিরা। চারদিন ব্যাপী এই উৎসব আগামী ১৬ ফেব্রুয়ারি শেষ হবে।










