চট্টগ্রাম বিমানবন্দরে ১৬০ পিস স্বর্ণের বারসহ এক যাত্রী আটক

- আপডেট সময় : ০১:৪৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১৬০ পিস স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ এবং এনএসআইয়ের সদস্যরা ১৮ কেজি সোনার এই চালান আটক করে।
দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিজি ১৪৮ ফ্লাইটকে ঘিরে নজরদারীতে রাখে কাস্টমস ও গোয়েন্দা কর্মকর্তারা। যাত্রী নামার পর ফ্লাইটটি তল্লাশি করে ৩৩ নম্বর সিটের নিচ থেকে পরিত্যাক্ত অবস্থায় কালো টেপে মোড়ানো ২টি বান্ডেল এবং ২৯ নম্বর সিটের নিচ থেকে পলিথিনে মোড়ানো ১৬০টি সোনার বার উদ্ধার করা হয়। বিষয়টি বুঝতে পেরে চালানটি ফেলেই পালিয়ে যায় চোরাকারবারীরা। আজকের আটক করা স্বর্ণের বারের আনুমনিক বাজার মূল্য ১০ কোটি ৪০ লাখ টাকা বলে জানিয়েছে কাস্টমস কর্মকর্তারা। এর আগে ০১ অক্টোবর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।