চট্টগ্রাম বন্দরে বন্ধ করা যাচ্ছে না নিষিদ্ধ পণ্যের আমদানি
- আপডেট সময় : ০৪:৪২:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / ২৩৪১ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বন্দরে নিষিদ্ধ পণ্যের আমদানি বন্ধ করা যাচ্ছে না। আমদানিকারকরা প্রায়ই মিথ্যা ঘোষণায় নিষিদ্ধ পণ্য আনার চেষ্টা করছে। যেখানে পণ্যের নাম ও মূল্য ভুল ও বিভ্রান্তি দেখানো হচ্ছে। তবে জনস্বাস্থ্য ও রাজস্ব ফাঁকি রোধে অভিযান চালিয়ে সেগুলো আটক করছে কাস্টমস।
সম্প্রতি পাকিস্তান থেকে দুই কনটেইনারে আসার কথা ছিল পাখির খাদ্য। তবে, কনটেইনার দুটি খুলে সাত টন পাখির খাবারের পাশাপাশি আমদানি নিষিদ্ধ ২৫ টন পপি বীজ পাওয়া যায়। পপি বীজের বিষয়টি গোপন রাখতে পণ্য বোঝাই করার সময় কনটেইনার দরজার মুখে রাখা হয় পাখির খাদ্যের বস্তা।
গত কয়েক মাসে এমন মিথ্যা ঘোষণায় আমদানি করা বেশকিছু নিষিদ্ধ পণ্য আটকে দিয়েছে চট্টগ্রাম কাস্টমস। এর মধ্যে নভেম্বরে তিনটি কনটেইনার থেকে প্রায় ৩৯ টন আমদানি নিষিদ্ধ ঘনচিনি জব্দ করা হয়। এর আগে, মে মাসে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ সিগারেটের একটি চালান আটক করা হয়েছিল। এছাড়াও জব্দ করা হয়েছে মিথ্যা ঘোষণায় আমদানি করা বিপুল পরিমাণ প্রসাধন সামগ্রীও।
অভিযোগ রয়েছে বিভিন্ন ধরনের প্রসাধনী আমদানিকে কেন্দ্র করে কাস্টমসে একটি সিন্ডিকেট গড়ে উঠেছে। মিথ্যা ঘোষণা দিয়ে মালামাল আনা থেকে শুরু করে খালাস পর্যন্ত পুরোটাই নিয়ন্ত্রণ করে এ চক্রটি। এসব বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান সিএন্ডএফ এজেন্টদের।
এদিকে গত বৃহস্পতিবার সকালে সিডিএ আবাসিক এলাকায় কাস্টমসের দুই কর্মকর্তার ওপর হামলা হয়। অবৈধভাবে পণ্য খালাসে বাধা দেওয়ার কারণেই এ হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
























