চট্টগ্রাম বন্দরের ৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট
- আপডেট সময় : ০২:১৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২
- / ১৭৩১ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান ও পতেঙ্গা থানার ওসিকে প্রত্যাহার এবং চরপাড়া ঘাটের ইজারা বাতিলসহ ৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে লাইটার জাহাজের শ্রমিকরা।
ধর্মঘটের কারণে চট্টগ্রাম থেকে নৌপথে সারাদেশের পণ্য পরিবহণ ও বহির্নোঙ্গরের বাল্ক জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ হয়ে গেছে। আন্দোলনরত শ্রমিকরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসুচী চালিয়ে যাবেন তারা।
তাদের দাবি, লাইটার জাহাজের অপারেশন সহজ করতেই চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান চরপাড়া ঘাটে জেটি নির্মাণ করে দেন। কিন্তু বর্তমান চেয়ারম্যান এসে সেই জেটি ইজারা দিয়েছেন।
এতে চাঁদার দাবিতে জেটিতে শ্রমিক নির্যাতনের ঘটনা ঘটছে অহরহ। জেটি না পেয়ে মাঝ নদীতে মানবেতন জীবন যাপন করতে হচ্ছে লাইটার জাহাজ শ্রমিকদের।
এমনকি দুর্যোগপুর্ণ আবহাওয়ার সময়ও সঠিক সময়ে তীরে আসতে পারছেন না তারা। এসব নিয়ে পতেঙ্গা থানায় অভিযোগ করেও সুফল মেলেনি। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন বলে জানান তারা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত পণ্য পরিবহন বন্ধ রাখার পাশাপাশি আরো কঠোর আন্দোলনেরও হুশিয়ারি দেন তারা।















