চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল নির্মাণে ডিজাইন করতে দু’টি পরামর্শক প্রতিষ্ঠানকে নিয়োগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
- / ১৬০৪ বার পড়া হয়েছে
অবশেষে চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল নির্মাণে ডিজাইন করতে দু’টি পরামর্শক প্রতিষ্ঠানকে নিয়োগ দেয়া হয়েছে।
আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ১২৬ কোটি ৪৯ লাখ টাকার বিনিময়ে বড় এই প্রকল্পের ড্রইং-ডিজাইন ও টেন্ডার ডকুমেন্ট তৈরীর দায়িত্ব পেয়েছে কোরিয়ার কুনওয়া ইঞ্জিনিয়ারিং এন্ড কনসালটিং কোম্পানী এবং ডিয়েনইয়াং ইঞ্জিনিয়ারিং কোম্পানী নামের দুই প্রতিষ্ঠান। আগামী ১’শ বছর বন্দরের চাহিদা মেটাতে উত্তর কাট্টলীর সাগরপাড়ে এই বন্দর গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু তার জন্য চ্যানেলের ড্রাফট তৈরী, সাগরের উত্তাল ঢেউ থামাতে ব্রেকওয়াটারসহ আনুসাঙ্গিক অনেক কিছুর প্রয়োজন বলে জানিয়েছেন বন্দর বিশেষজ্ঞরা।

























