চট্টগ্রাম বন্দরের বর্ধিত অংশে বে টার্মিনাল নির্মাণের জন্য ডুবচর ভরাটের সিদ্ধান্ত
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৭:৩৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
- / ১৭৫৫ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বন্দরের বর্ধিত অংশ বে টার্মিনাল নির্মাণের জন্য ডুবচর ভরাটের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
সকালে চট্টগ্রাম বন্দরে প্রাথমিক ডিজাইন প্রদর্শন শেষে এ কথা বলেন বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান।
তিনি আরো জানান, বে টার্মিনালের সামনের এই ডুবচরটি প্রধান চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছিলো। কিন্তু এটাকে ব্রেকওয়াটার হিসেবে ব্যবহার করায় ঝড় জলচ্ছাসে টার্মিনালকে রক্ষাও করবে এই ডুবোচরটি। বড় এই প্রকল্পের কারনে জলাবদ্ধতা ও জানজট নিরসনে বন্দরের রুপরেখা তুলে ধরা হয়। চুড়ান্ত ডিজাইনের আগে বিভিন্ন সেবা সংস্থা ও স্টেকহোল্ডরদের কোন পরামর্শ থাকলে তা অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান। এসময় কনসালটেন্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরাসহ সিডিএ, সিটি কর্পোরেশন ও বন্দর ব্যবহারকারিরা উপস্থিত ছিলেন।

 
																			 
																		
























