চট্টগ্রাম বন্দরের এসিড ভর্তি একটি কন্টেইনার থেকে ধোঁয়া বের হতে দেখে আগুন আতঙ্ক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বন্দরের ৭ নম্বর শেডে ১৫ বছরের পুরোনো এসিড ভর্তি একটি কন্টেইনার থেকে ধোঁয়া বের হতে দেখে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে বন্দরের শ্রমিক কর্মচারীদের মধ্যে।
দুপুরে বন্দরে শেডের কাছে রাখা কাস্টমসের নিলামযোগ্য পুরোনো একটি কন্টেইনার থেকে ধোঁয়া বের হতে থাকে। এসময় আতঙ্কে ছোটাছুটি শুরু করেন শ্রমীক-কর্মচারীরা। পরে বন্দরের নিজস্ব ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কন্টেইনার ভেঙ্গে রাসায়নিকের ড্রামগুলো স্থানান্তর করা হয়।বন্দর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে কন্টেইনারগুলো দ্রুত সরিয়ে নিতে কাস্টমসকে অনুরোধে করে। এছাড়া রাসায়নিক এলাকায় সার্বক্ষণিক ফায়ার সার্ভিসের একটি ইউনিটকে অবস্থানের নির্দেশ দেয়া হয়।