চট্টগ্রাম ও মাগুরায় পৃথক সড়ক দুঘটনায় ৪ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:২৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
- / ১৯১৯ বার পড়া হয়েছে
চট্টগ্রাম ও মাগুরায় পৃথক সড়ক দুঘটনায় ৪ জন নিহত হয়েছে । এসময় আহত হয়েছে আরো ১৩ জন ।
চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ইটভর্তি ট্রাক দোকানে ঢুকে পড়ে। এতে অন্তত দুইজন নিহত ও ১১ জনের বেশি আহত হয় ।গতরাতে শাহ আমানত ব্রীজের আগে গোল চত্বরে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ১১ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করে।
এদেক. মাগুরায় মোটরসাইকেল ও প্রাইভেটকারের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। গতরাতে সদরের কাশিনাথপুর সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সানিকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত মুহিব ও বোরহানকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে মুহিবের মৃত্যু হয়।