চট্টগ্রাম ও বগুড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ

- আপডেট সময় : ০৬:০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম ও বগুড়ায় বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম।
জুমার নামাজের পর চট্টগ্রাম আন্দরকিল্লা জামে মসজিদের সামনে কর্মসুচী পালন করে সংগঠনের নেতাকর্মীরা। তবে পুলিশি তৎপরতায় মিছিল বের করতে পরেনি। হেফাজতের এই কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই আন্দরকিল্লা এলাকার নিয়ন্ত্রণ নেয় আইন-শৃঙ্খলা বাহিনী। চট্টগ্রাম মহানগর শাখার ব্যানারে আয়োজিত সমাবেশ থেকে হেফাজতের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান নেতারা। একইসাথে হাটহাজারি ও ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার জন্য দায়ী পুলিশ সদস্যদের বিচারের দাবিও জানানো হয়।
এদিকে, বগুড়ায়ও বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। জুম্মার নামাজের পরে শহরের স্টেশন রোডে বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ করে তারা। মাওলানা শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা। এসময় বক্তরা, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে হেফাজত কর্মীদের ওপর হামলা ও মামলার ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানান।