চট্টগ্রাম এ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে আলোচনা সভা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
- / ১৬২৬ বার পড়া হয়েছে
চট্টগ্রাম এ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আলোচনা সভা হয়েছে।
সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে সমিতির সভাপতি মোহাম্মদ নুরুর সভাপতিত্বে এ সভা হয়। প্রধান অতিথি ছিলেন ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনু। এসময় তিনি বলেন, করোনাকালে এই সমিতি সামনে থেকে চট্টগ্রামবাসীকে সহযোগিতা দিয়েছে। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা সমবায় অফিসার মুরাদ আহম্মদ, শ্রমিক নেতা আনোয়ার হোসেন, সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আমান উল্লাহসহ আরো অনেকে।










