চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪০:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে চট্টগ্রামের পাঁচটি গার্মেন্টেসের কর্মীরা।
সকালে চট্টগ্রাম ইপিজেড থেকে চারটি গার্মেন্টেসর শ্রমিকরা বেরিয়ে আসে সড়কে । বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে তারা। একই সময় এ কে খান এলাকায়ও একটি তৈরী পোশাক কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে এসে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করতে থাকে। শ্রমিকরা জানান, ২৫ মার্চ থেকে অঘোষিত লকডাউন শুরু হলেও অনেক গার্মেন্টসে ফেব্রুয়ারী মাসের বেতনও দেয়া হয়নি । কয়েক দফায় বকেয়া বেতন পরিশোধের তারিখ দেয়া হলেও কথা রাখেননি মালিকরা। তাই বাধ্য হয়ে রাজপথে নেমেছেন তারা। প্রায় দুই ঘন্টা পর প্রশাসনের মধ্যস্ততায় ১৯ এপ্রিল বেতন পরিশোধের আশ্বাস দিলে ঘরে ফিরে যায় শ্রমিকরা।