চট্টগ্রামে সালাহউদ্দীন কাদের চৌধুরীর বাড়ি ঘেরাও কর্মসূচি
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৬:৩৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
 - / ১৭২৫ বার পড়া হয়েছে
 
যুদ্ধাপরাধীদের স্ত্রী-সন্তানদেরও রাজনীতি নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে সালাহউদ্দীন কাদের চৌধুরীর বাড়ি ঘেরাও কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
সকালে নগরীর গণি বেকারি মোড়ে এ বিক্ষোভ সমাবেশ ও গুডস হিল ঘেরাও করে সংগঠনের সদস্যরা। বক্তারা, অবিলম্বে যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্তেরও দাবী জানান। এসময় মুক্তিযুদ্ধকালীন নির্যাতন কেন্দ্র ও গুডস্ হিল ঘেরাও করে তালা ঝুলিয়ে দেয়া হয়। তবে বাড়ীতে তেমন কেউ ছিলেন না। সমাবেশে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর আহমেদ, মুক্তিযোদ্ধা অধ্যাপক ইদ্রিস আলী, সংগঠনের আহবায়ক সাহেদ মুরাদ সাকু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি ও ছাত্রলীগ নেতারা বক্তব্য রাখেন।
																			
																		














