চট্টগ্রামে রঙ-তুলির আঁচড়ে প্রতিমার অবয়ব ফুটিয়ে তোলায় ব্যস্ত শিল্পীরা

- আপডেট সময় : ০৪:২১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫১০ বার পড়া হয়েছে
দুর্গাপূজার আর মাত্র কয়েক দিন বাকি। প্রস্তুতিও প্রায় শেষ। চট্টগ্রামের শিল্পীরা ব্যস্ত রঙ-তুলির আঁচড়ে প্রতিমার পূর্ণাঙ্গ অবয়ব ফুটিয়ে তোলার মহাযজ্ঞে। আধুনিকতার মেলবন্ধনে এবার সাজবে চট্টগ্রামের পূজামণ্ডপগুলো।
শারদ আকাশে উৎসব আমেজ। বাতাসে শুভ্র কাশফুলের দোলা, জানান দিচ্ছে দুর্গোৎসবের আমন্ত্রণ। প্রতিমা গড়া শেষ। রঙ-তুলির আঁচড়ও শেষ প্রায়। এখন শঙ্খধ্বনি, উলুধ্বনি আর মঙ্গল সংগীতে দেবী দুর্গাকে বরণ করার প্রতীক্ষা কেবল। দুঃখ-কষ্ট ভুলে জগৎ জননীকে বরণ করতে প্রস্তুত সনাতনী সম্প্রদায়।
চট্টগ্রামের বিভিন্ন মন্ডপ ও প্রতিমালয় ঘুরে দেখা গেছে, মাটি, খড় আর রঙের বর্ণে-গন্ধে মুখর চারদিক। দৃষ্টিনন্দন প্রতিমা তৈরিতে শিল্পী ও কারিগরদের রাত-দিন একাকার।
মন্ডপকে শৈল্পিক রূপ দিতে আয়োজকদের ব্যস্ততাও তুঙ্গে। কোন মন্ডপ কত সুন্দর হবে, তার সুস্থ প্রতিযোগিতা তো রয়েছেই। এবার চট্টগ্রাম নগরী ও জেলায় আড়াই হাজারেরও বেশি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সম্প্রীতির ঐতিহ্যে নিরাপদ ও শান্তিপূর্ণ পূজা উদযাপনে সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সনাতন বিশ্বাস মতে, এবার দেবী দুর্গার আগমন গজে আর গমন দোলায়।