চট্টগ্রামে বর্জ্য অপসারণ শুরু করেছে সিটি কর্পোরেশনের ৪ হাজার পরিচ্ছন্ন কর্মী

- আপডেট সময় : ০৫:৪৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
চট্টগ্রামে কোরবানি পশুর বর্জ্য অপসারণ শুরু করেছে সিটি কর্পোরেশনের ৪ হাজার পরিচ্ছন্ন কর্মী।
এরইমধ্যে নগরীর বিভিন্ন সড়ক থেকে বর্জ্য অপসারণ কাজ চলছে । বিকেলের মধ্যে চট্টগ্রাম শহরের প্রধান প্রধান সড়ক ও রাতের মধ্যে অলিগলি থেকে শতভাগ বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। এছাড়া রাত ৮ টার পর থেকে ফুটপাত গুলোতে যাতে কোন চামড়া পড়ে না থাকে সে ব্যাপারেও পদক্ষেপ নেয়া হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। বর্জ্য অপসারণ থেকে শুরু করে পরিত্যক্ত চামড়াও অপসারণ করবে কর্পোরেশনের কর্মীরা। রাতের মধ্যে পুরো নগরী পরিচ্ছন্ন করার ঘোষনা দেয়া হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে।
এদিকে, সিলেট মহানগরীতে সকাল থেকেই কোরবানী পশুর হাটের বর্জ্য এবং কোরবানীর বর্জ্য অপসারণের কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্যে সিটি করপোরেশনে কয়েক স্তরে ১২শ’ পরিচ্ছন্নতাকর্মী কাজ করছে। ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক ভ্যাকুয়াম মেশিন। ২৪ ঘন্টার মধ্যে পরিচ্ছন্নতার কাজ শেষ করতে নগরীকে ৩টি জোনে ভাগ করে সিসিকের ৯টি মনিটরিং টিম বর্জ্য অপসারণ কাজ পর্যবেক্ষন করছেন।