চট্টগ্রামে প্রতারক জাহাঙ্গীরসহ ৬ জন গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩
- / ১৭২৫ বার পড়া হয়েছে
প্রতারক জাহাঙ্গীর কবিরসহ ৬ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা কখনো শীর্ষ আমদানীকারক পরিচয়ে কোটি টাকা হাতিয়ে নেয়া চক্রের মুল হোতা সে।
শুক্রবার রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিবি জানায়, উন্নতমানের তেল ও চিনি কম দামে বিক্রির প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন ব্যবসায়ীর কাছে নমুনা পাঠায় প্রতারক চক্র। এরপর ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় তারা। ব্যাংক ঋণ পাইয়ে দেয়াসহ নানা প্রলোভনেও টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ আছে এই চক্রের বিরুদ্ধে। বিভিন্ন থানায় মামলাও হয়েছে। বিষয়টি নজরে এলে অভিযান শুরু করে ডিবি।















